আগরতলা: ভারতে প্রত্যেক মহিলার, সে তিনি যে ধর্ম, জাত, বর্ণেরই হোন, যাবতীয় সাংবিধানিক অধিকার পাওয়া উচিত, কিন্তু তিন তালাক মুসলিম মহিলাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। এমনই বললেন অমিত শাহ। দুদিনের ত্রিপুরা সফরে আসা বিজেপি সভাপতি বলেছেন, আমরা তালাকের বিপক্ষে। এই ইস্যুতে আমাদের পার্টির অবস্থান ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়েও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, স্বাধীনতার পর দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের অন্যতম হিসাবে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। বিজেপি সভাপতি বলেন, একাধিক রাজ্যে, যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, অসম, গোয়া ও মনিপুরে ভোটে নজরকাড়া সাফল্য পেয়েছে বিজেপি। দলের নির্বাচনী সাফল্য থেকে মোদীর ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন দেখা যাচ্ছে, যা আগামী বছরগুলিতেও অব্যাহত থাকবে। সেইসঙ্গে অমিতের এও দাবি, গত ৩ বছরে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের বিরুদ্ধে একটিমাত্রও দুর্নীতির অভিযোগ ওঠেনি, কিন্তু কংগ্রেস-ইউপিএ শাসনে ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে দেশে। নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেলের উল্লেখ করে সরকার দেশের সমৃদ্ধি সুনিশ্চিত করতে দায়বদ্ধ বলেও দাবি করেন বিজেপি সভাপতি। এও বলেন, ১০৪টি উপগ্রহ সাফল্যের সঙ্গে পাঠানো মহাকাশ ক্ষেত্রে বিজেপি-এনডিএ সরকারের এক দারুণ সাফল্য।