নয়াদিল্লি: মুসলিমদের কারুর কাছে দেশপ্রেম প্রমাণের প্রয়োজন নেই। এই মন্তব্য করেছেন জামাত ই উলেমা হিন্দের সভাপতি মৌলানা সৈয়েদ আর্শাদ মাদানি। তিনি বলেছেন, গৈরিক বাহিনী মুসলিমদের দমাতে পারবে না। তাদের সাম্প্রদায়িক বিদ্বেষের প্রচারের জবাব দিতে হবে ‘সবার প্রতি ভালোবাসা’ দিয়ে।
সবরমতী নদীতীরে গতকাল আয়োজিত একটি অনুষ্ঠানে মাদানি সতর্ক করে বলেছেন, ‘সাম্প্রদায়িক বিদ্বেষ অঙ্কুরেই বিনাশ’ না করা গেলে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
জামাত ই উলেমা হিন্দের সভাপতি বলেছেন, ‘আমরা রাজনীতিতে আগ্রহী নই, কিন্তু আমাদের ধর্মে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করব না.. স্বাধীনতার পর আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম ও ধর্মস্থান সুরক্ষার বিষয়ে আমরা কংগ্রেসের কাছ থেকে আশ্বাস আদায় করেছিলাম’।
মাদানি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের আত্মত্যাগের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কারুর নাম উল্লেখ না করে তিনি বলেছেন, এটা খুবই আশ্চর্যের যে ‘দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনও ভূমিকাই ছিল না’, তারা এখন মুসলিমদের দেশপ্রেমের প্রমাণ দিতে বলেছে।
মাদানির অভিযোগ, সংখ্যালঘুদের মিথ্যা অভিযোগে মুসলিমদের ‘নিগ্রহ’ করা হচ্ছে, তাদের জেলে ঢোকানো হচ্ছে। নিরীহদের মুক্তির জন্য জামাত লড়াই করছে বলেও তিনি জানান।
স্বাধীনতার জন্য যারা কিছুই করেনি, তারাই মুসলিমদের দেশপ্রেমের প্রমাণ চাইছে: মাদানি
ABP Ananda, web desk
Updated at:
08 May 2017 06:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -