নয়াদিল্লি: মুসলিমদের ধর্মগ্রন্থ কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে বলে দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোমূত্রকে কীভাবে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে কথা কোরানে লেখা আছে। কিছু ব্যক্তি পতঞ্জলির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এটিকে হিন্দু সংস্থা বলে অভিহিত করছে। আমি কি কোনওদিন হামদর্দের (এক মুসলিম ব্যক্তির প্রতিষ্ঠিত সংস্থা) বিরুদ্ধে কথা বলেছি? হামদর্দ, হিমালয়া ড্রাগ কোম্পানির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। হিমালয়া গ্রুপের ফারুক ভাই যোগ গ্রাম গড়ে তোলার জন্য আমাকে জমিও দিয়েছেন। কেউ যদি পতঞ্জলিকে হিন্দু সংস্থা বলে, তাহলে তারা শুধু ঘৃণার দেওয়াল তৈরি করবে।’
রামদেব আরও বলেছেন, পতঞ্জলিতে তাঁর উত্তরসূরি হবেন প্রশিক্ষিত ৫০০ সাধু। তিনি নিজেই এই সাধুদের প্রশিক্ষণ দেবেন। তিনি আগামী ১০০ বছরের কথা ভাবছেন। তাই পতঞ্জলি ছেড়ে চলে যাওয়ার সময় উত্তরসূরি রেখে যাবেন।
কোরানে গোমূত্র পানের কথা লেখা আছে, দাবি রামদেবের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2017 06:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -