লখনউ: বিজেপি-কে হারানোর জন্য সরাসরি মুসলিমদের ভোট প্রার্থনা করলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। মুসলিমদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে ভোট দিলে বিজেপি-র হাত শক্ত হবে। তাই সপা ও কংগ্রেসকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট করা উচিত নয়।
রবিবার লখনউয়ে বসপা প্রতিষ্ঠাতা কাঁসিরামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা আয়োজন করা হয়েছিল। সেখানে ভাষণ দিতে গিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মায়াবতী। তাঁর অভিযোগ, ‘মোদী সরকারের আমলে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার সংখ্যালঘু তকমা কেড়ে নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক শক্তি আরও জোরদার হচ্ছে। লাভ জিহাদ, গো-রক্ষক, ধর্মান্তকরণের নামে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে।’
উত্তরপ্রদেশের শাসক দল সপা-কেও তীব্র আক্রমণ করেছেন মায়াবতী। তাঁর দাবি, অবাধ অপরাধ ও অরাজকতার জন্যই মুজফফরনগর, দাদরি, মথুরা, বুলন্দশহরের ঘটনা ঘটছে। বসপা ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। দলীয় কোন্দল নিয়েও সপা-কে আক্রমণ করেছেন মায়া।
রোহিত ভেমুলা, উনা, দয়াশঙ্কর সিংহের ঘটনা উল্লেখ করে দলিতদের উপর অত্যাচারের অভিযোগ করেছেন মায়াবতী। তঁর দাবি, কংগ্রেস নেতারা আম্বেদকরের স্মৃতিসৌধ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া এবং দলিতদের বাড়ি গিয়ে খাওয়া ছাড়া আর কিছুই করেননি। এতে দলিতদের কোনও লাভ হয়নি।
উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে বসপা একা লড়াই করবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন মায়াবতী। তাঁর দাবি, মুসলিম ভোট ভাগ করার উদ্দেশ্যেই অন্য দলের সঙ্গে বসপা-র নির্বাচন পরবর্তী সমোঝাতার গুজব রটানো হচ্ছে। উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরলে আর কোনও স্মৃতিসৌধ ও মূর্তি গড়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মায়াবতী।
সপা, কং-কে দিয়ে নষ্ট করবেন না, বিজেপি-কে হারাতে ভোট দিন আমাদের, মুসলিমদের মায়াবতী
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 06:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -