জামশেদপুর: অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ এলাকায় রাম মন্দির নির্মাণে সহযোগিতার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন সুব্রহ্মণ্যম স্বামী।
এদিন জামশেদপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে বিজেপি নেতা জানান, রাম-মন্দির অযোধ্যায় একমাত্র সেই জায়গায় হতে পারে, যেখানে খননকার্য করে মন্দিরের অস্তিত্ব পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।
রাজ্যসভার সাংসদের দাবি, ২০০৩ সালে ইলাহাবাদ উচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিতর্কিত অঞ্চলে মন্দির ছিল। তিনি বলেন, মন্দির ধ্বংস হওয়ার পর সেখানে মসজিদ তৈরি হয়েছে। ফলে, দীর্ঘদিন ধরেই সেখানে মন্দির পুনর্নির্মাণ করার দাবি উঠছে।
সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, যদি ইস্যুটি আলোচনার মাধ্যমে মিটমাট হয়ে যায়, তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু যদি না হয়, তাহলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সাহায্যে আইন তৈরি করে রাম মন্দির নির্মাণ করা হবে।
এই প্রসঙ্গেই তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমরা সমাদর করব যদি মুসলিম সম্প্রদায় এগিয়ে এসে একটা বন্ধুত্বপূর্ণ সমাধানসূত্র বের করতে সাহায্য করেন।
সুব্রহ্মণ্যমের মনে করিয়ে দেন, তেমনটা না হলে, শাহ বানো মামলায় রাজীব গাঁধী প্রশাসনের নেওয়া পদক্ষেপের মতো কোনও সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।