নয়াদিল্লি: বাস, ট্রেনের মত সাধারণের ব্যবহার্য পরিবহণ মাধ্যমও মেয়েদের পক্ষে আর নিরাপদ নয়। নির্ভয়া হত্যার পর এ কথা বিশেষ করে প্রমাণিত। তাই গণ পরিবহণে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার দেশজুড়ে পাবলিক বাসে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এছাড়াও থাকবে এমার্জেন্সি বাটন ও ভেহিকল ট্র্যাকিং ডিভাইস। সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন এ কথা। নয়াদিল্লির বিকানীর হাউসে এক অনুষ্ঠানে এমনই ২০টি বাস নামাল রাজস্থান সরকার। সেই বাসগুলির উদ্বোধনে এসে মন্ত্রী জানান, নির্ভয়ার মত ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ।
যে ২০টি বাস রাস্তায় নেমেছে, সেগুলি মহিলা গৌরব এক্সপ্রেস নামে এই পাইলট প্রজেক্টের অংশ। রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার ঠিক করেছে, এই প্রকল্পে এমন ২,৩০০-র বেশি বাস নামাবে তারা। কোনও কারণে বাসের প্যানিক বাটন টেপা হলে তা সিগন্যাল দেবে জয়পুর কন্ট্রোল রুমে ডিপোর চিফ ম্যানেজারের ঘরে। অ্যালার্ট করা হবে কাছাকাছি পুলিশ স্টেশনকেও। মহিলাদের সাহায্যের জন্য যে সরকারি নম্বর আছে তার সঙ্গেও এই প্যানিক বাটনকে যুক্ত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় গোটা সফর ৫ বছরের জন্য নজরবন্দি হবে। তা ছাড়া যদি কোনও গাড়ি নির্দিষ্ট যাত্রাপথের বাইরে অন্য কোনও দিকে যাওয়ার চেষ্টা করে, কন্ট্রোল রুম সে ব্যাপারে তখনই জানতে পারবে, বাসটিকে ট্র্যাক করতেও পারবে তারা। নির্ভয়া ফান্ড থেকে এই প্রকল্পকে অর্থ সাহায্য করবে কেন্দ্র।