বৈঠকে সনিয়া কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, উপত্যকার পরিস্থিতি কয়েক বছর আগেও তুলনামূলকভাবে ভালো ছিল। কিন্তু বর্তমানে সংঘাত, উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জম্মু ও কাশ্মীরের বর্তমান সংকটকে সরকারের চূড়ান্ত ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভানেত্রী।
সনিয়া আরও বলেছেন, মোদী সরকারের সাফল্যের পুঁজি বলতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে শুরু হওয়া প্রকল্পগুলি।
তাঁর অভিযোগ, এনডিএ আমলের তিন বছরে গোটা দেশকে পিছিয়ে পড়া সংকীর্ণ মানসিকতা দিতে টেনে নিয়ে যাওয়ার একটা অভিযান চলছে।
সনিয়ার বাসভবনে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন দলের সহ সভাপতি রাহুল গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। এছাড়াও ছিলেন গুলাম নবি আজাদ, পি চিদম্বরম, অম্বিকা সোনি, জনার্দন দ্বিবেদী এবং ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্য।
বৈঠকের পর আজাদ সাংবাদিকদের বলেন, গত তিন বছরে আতঙ্ক ছাড়া অন্য কিছু দেখা যায়নি।
মোদী সরকারকে স্লোগানের সরকার আখ্যা দিয়ে আজাদ বলেছেন, তিন বছর পূর্তিতে মন্ত্রীরা টেলিভিশন চ্যানেলগুলিতে নিজেদের পিঠ চাপড়াতেই ব্যস্ত।
আজাদ বলেছেন, সরকার কর্মসংস্থানের প্রতিশ্রুতি তো পূরণ করতে পারেনি। শুধু তাই নয়, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করতেন তাঁরা কাজ হারিয়েছেন।
আজাদের অভিযোগ, যে চাকরি ছিল তা উধাও হয়ে গিয়েছে। অন্যদিকে, নতুন করে কর্মসংস্থান হচ্ছে না।
উল্লেখ্য, ওয়ার্কিং কমিটির বৈঠক এমন একটা সময় অনুষ্ঠিত হল যখন কংগ্রেস আগামী ২০১৯-র নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে চাইছে।