মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত দুই বিজেপি প্রার্থীই জয়ী
Web Desk, ABP Ananda | 11 Mar 2017 06:46 PM (IST)
লখনউ: মুজফফরনগর দাঙ্গায় নাম জড়িয়েছিল যে দুই বিজেপি নেতার, সেই সঙ্গীত সোম, সুরেশ রানা এবার ভাল ব্যবধানে জয়ী হলেন। দুজনেই ওই দাঙ্গা মামলায় অভিযুক্ত। সঙ্গীত মেরঠের সারধানা কেন্দ্রে পেয়েছেন ৯৭৯২১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির অতুল প্রধান পেয়েছেন ৭৬২৯৬টি ভোট। অন্যদিকে থানা ভবন (শামলি) কেন্দ্রে ৯০৯৯৫টি ভোট পেয়েছেন সঙ্গীত সোম। তিনি হারিয়ে দিয়েছেন নিকটতম বিএসপি প্রার্থী আবদুল ওয়ারিস খানকে, যিনি পেয়েছেন ৭৪১৭৮টি ভোট। প্রসঙ্গত, ২০১৩-র মুজফফরনগর ও আশপাশের এলাকায় সাম্প্রদায়িক হানাহানিতে নিহত হন অন্তত ৬২ জন, এলাকাছাড়া হতে হয় ১৫ হাজারের বেশি মানুষকে।