নয়াদিল্লি: চার্লস ডারউইনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ। এবার তিনি বলেছেন, ডারউইনের বিবর্তন তত্ত্ব ২০ বছরের মধ্যে মিথ্যে প্রমাণিত হবে। তাঁর পূর্বপুরুষরা বানর ছিলেন না, বিবর্তনবাদের ফলে তাঁর মানবজন্ম হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

১৯৮০-র মহারাষ্ট্র ক্যাডারের এই আইপিএস অফিসার নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলেন, দেশের ভাগ্য ভাল যে জাতীয়তাবাদী মানসিকতাসম্পন্ন এক জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে। বিদেশের ৯৯ শতাংশ বিশ্ববিদ্যালয় হিন্দু ধর্ম নিয়ে ভুল শিক্ষা দেয়। জানুয়ারি মাসে ডারউইনের বিবর্তন তত্ত্বকে বিজ্ঞানের দিকে ভুল বলে তিনি যে মন্তব্য করেন, তা অনেক ভেবেচিন্তে করেন। তিনি নিজে বিজ্ঞানের ছাত্র ছিলেন, পিএইচডি করেছেন। বিজ্ঞান বোঝেন তিনি। যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলতে চান, বলতে পারেন কিন্তু বহু মানুষ আছেন, যাঁরা সমর্থন করেন তাঁকে।

মান সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল জানিয়েছেন, তিনি বই লিখছেন, তাতে এ বিষয়ে একটি পরিচ্ছদ থাকবে। কোনও পশ্চিমার সাহায্য নেবেন না তিনি। ভারতের কোনও সন্ন্যাসী কি ইংল্যান্ডের কোনও অধ্যাপকের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর তত্ত্ব ঠিক কিনা? যাবতীয় তথ্য ও প্রমাণ থাকবে বইতে, প্রমাণ করে দেবেন, তিনি যা বলেছেন তা ঠিক।

ডারউইনের বিবর্তনবাদ ভুল বলার পাশাপাশি সত্যপাল বলেছিলেন, স্কুল, কলেজের সিলেবাস থেকে এই থিওরি বাদ দেওয়া উচিত। কোনও বিবর্তনের ফলে নয়, মানুষ প্রথম থেকেই মানুষ ছিল বলে দাবি করেন তিনি। এরপর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন তাঁকে।