আমদাবাদ: পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মহাত্মা গাঁধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মীরা কুমার। লোকসভার প্রাক্তন স্পিকার আজ সবরমতী আশ্রমে চরকাও চালান। তিনি বলেছেন, গাঁধীর মতাদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁর লড়াই।
তাৎপর্যপূর্ণভাবে, গতকালই সবরমতী আশ্রমের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেখানে গেলেন মীরা। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতারা। প্রায় ৪০ মিনিট আশ্রমে কাটান মীরা। এরপর তিনি বলেন, ‘আমি যে লড়াই লড়ছি, সেটা মহাত্মা গাঁধীর মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শক্তি লাভ করার জন্য আমি এখানে এসেছি। আশ্রমে গাঁধীজির ঘর হৃদয়কুঞ্জে কিছুটা সময় কাটিয়েছি। লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রচুর শক্তি পেয়েছি।’
গতকাল রাতে গুজরাতে পৌঁছন মীরা। বিমানবন্দরে তিনি বলেন, ‘অনেকেই এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে দলিত বনাম দলিতের লড়াই বলে চিহ্নিত করছেন। গুজরাত থেকেই গাঁধীজির আদর্শ সারা দেশ এবং পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই আমি এখানে এসেছি যাতে সবাই বুঝতে পারেন, আমরা মতাদর্শের জন্য লড়াই করছি।’
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তাঁর দিকেই পাল্লা ভারী। তবে মীরা হাল ছাড়তে নারাজ। তিনি মতাদর্শের ভিত্তিতে লড়াই চালিয়ে যেতে চাইছেন। বিধায়ক ও সাংসদরা যাতে অন্তরের কথা শুনে ভোট দেন, সেই আবেদন জানিয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার।
গাঁধীর মতাদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার লড়াই, বলছেন মীরা কুমার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2017 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -