অমরাবতী: ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে মৃত্যুদণ্ডের ব্যবস্থা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে জানালেন নরেন্দ্র মোদি। তাঁর সরকার আর্থিক, স্বাস্থ্য সুরক্ষা সহ নাগরিকদের সার্বিক নিরাপত্তায় দায়বদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে অন্ধ্রপ্রদেশে বিজেপির সাংগঠনিক কাঠামো মজবুত করার লক্ষ্যে সেই রাজ্যের দলীয় কর্মীদের সঙ্গে মেরা বুথ, সবসে মজবুত কর্মসূচির অঙ্গ হিসাবে যোগাযোগ করেন তিনি। সেখানে তিনি দাবি করেন, গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদ ভারতকে গ্রাস করেছে, নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি ঘাঁটিগুলি সার্জিক্যাল হামলায় ধ্বংস করে তাঁর সরকার প্রমাণ করেছে, তারা এই দানবের মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। মোদি বলেন, আগে আন্তর্জাতিক মহল কাশ্মীর কাশ্মীর করত, এখন সন্ত্রাসবাদের কথা বলে। আমরা শান্তি চাই বটে, কিন্তু সন্ত্রাসবাদীরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাদের মোকাবিলা করতে জানি। সার্জিক্যাল হামলা তারই নিদর্শন। এদিন তিনি চন্দ্রবাবু নাইডু সরকারকে একহাত নেন। অন্ধ্রপ্রদেশ সরকার কেলেঙ্কারিতে মদত দিচ্ছে, ‘ধূর্ত’ কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করেছে বলে অভিযোগ করেন। চন্দ্রবাবুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) তার নিজের আদর্শে অটল থাকেনি, কেন্দ্রের বিরুদ্ধে চরম মিথ্যাচার চালাচ্ছে বলেও দাবি করেন মোদি। বলেন, তেলুগু জনতার স্বার্থ রক্ষায়, তেলুগু গর্ব রক্ষায় টিডিপি গড়েছিলেন প্রয়াত এনটি রাম রাও। কংগ্রেসকে তিনি সবসময় দুষ্ট বলতেন। আর আজ যারা ক্ষমতায়, তারা কংগ্রেসকে বন্ধু বলছে। তবে কি ওরা বলতে চায়, এনটিআর ভুল করেছিলেন? প্রসঙ্গত, টিডিপি কয়েক মাস আগেও বিজেপি-এনডিএ-তে ছিল, কেন্দ্র অন্ধপ্রদেশকে বিশেষ তালিকাভুক্ত রাজ্যের মর্যাদার দাবি না মানায় জোট ছাড়ে।