গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রাজ্যে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের তাড়ানোর বার্তা দিলেন সর্বানন্দ সোনোয়াল। একইসঙ্গে দুর্নীতি দূর করার কথাও বলেছেন তিনি। বাঙালি, পঞ্জাবি সহ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চান সোনোয়াল। অসমের মানুষকে হতাশ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী।


 

মঙ্গলবার শপথ গ্রহণ করেন সোনোয়াল। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়াণ নেতা লালকৃষ্ণ আডবাণী, একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। সমর্থন ও সাহায্যের জন্য প্রধানমন্ত্রী এবং দলীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন সোনোয়াল।

 

প্রধানমন্ত্রীও পাল্টা অসমের উন্নতিতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য অসমই কেন্দ্রবিন্দু হবে। অসম, বাংলা, বিহার, ওড়িশা এবং গোটা উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করে যাবে কেন্দ্র। অসমকে বঞ্চিত করে রাখা হবে না। রাজ্যগুলির হাতে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে।

 

সদ্য প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সোনোয়ালের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর আশা, অসমের উন্নতির জন্য কাজ করবেন নয়া মুখ্যমন্ত্রী। তাঁকে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।