লুধিয়ানা: দলিতদের ওপর অত্যাচারের ঘটনা শুনলে তাঁর মাথা হেঁট হয়ে যায়। এমনটাই জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, সামাজিক বৈষম্য দূরীকরণে আরও চেষ্টা চালাতে হবে। মঙ্গলবার, লুধিয়ানায় জাতীয় তফশিলি জাতি/উপজাতি হাবের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, স্বাধীনতার ৭০ বছর পরেও সামাজিক বৈষম্যের জন্য যখন দেখি দলিত ভাইদের  টার্গেট করা হচ্ছে, তখন আমার মাথা লজ্জায় নত হয়ে যায়। প্রধানমন্ত্রীর মতে, একজন দলিত বা আদিবাসীর স্বপ্ন দেশের অন্য যে কোনও যুবকের থেকে বেশি। সঠিক সুযোগ ও সুবিধা পেলে তাঁরা দেশের ভাগ্য পরিবর্তনে কারও চেয়ে কম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে না। তিনি জানান, এই হাবের ফলে দলিও ও আদিবাসীরা উদ্যোগপতি হয়ে উঠতে পারবেন এবং অন্যদের চাকরি দেবেন। এই প্রসঙ্গে মোদী বলেন, স্টার্ট আপ ইন্ডিয়া ও স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রায় ১.২৫ লক্ষ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, তফশিলি জাতি ও উপজাতি পরিবারের থেকে যথাক্রমে একজন মহিলা ও অন্য যে কোনও সদস্যকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ অনুমোদন করতে। তিনি যোগ করেন, প্রত্যেক রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে, মোট কেনা সামগ্রীর মধ্যে যেন দলিতদের তৈরি ৪ শতাংশ সামগ্রী থাকে। এতে তাঁরা আরও উজ্জীবিত হবেন।