চণ্ডীগড়: রাজস্থান, হরিয়ানা, দিল্লির পর এবার পঞ্জাবেও রহস্যজনকভাবে মহিলাদের চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল। গত কয়েকদিন ধরে সাঙ্গরুর, ভাটিন্ডা, মুক্তসর, মালুতের মতো বিভিন্ন অঞ্চল থেকে একই ধরনের অভিযোগ আসছে। কে বা কারা চুল কেটে নিয়ে যাচ্ছে, সেটা স্পষ্ট নয়। কাউকে দেখা যাচ্ছে না। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। কিন্তু এখনও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।
সাঙ্গরুর জেলার চান্দু গ্রামের এক বিবাহিত মহিলা মীনা রানির (২৩) অভিযোগ, গত রাতে হঠাৎ ঘুম ভাঙার পর তিনি দেখতে পান, কেউ তাঁর চুল কেটে নিয়ে গিয়েছে। খানাউরি থানার ইন্সপেক্টর সুখচরণ সিংহ বলেছেন, ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন বটে, কিন্তু তিনি জানিয়েছেন, কাউকে দেখতে পাওয়া যায়নি। রাতে তিনি ঘরে একাই শুয়েছিলেন। পরিবারের বাকিরা বাইরে শুয়েছিলেন। বাড়িতে কুকুর আছে। কিন্তু তার ডাকও শোনা যায়নি।
মুক্তসর জেলার গিড্ডেরবাহা অঞ্চলের ভারু গ্রামে কোমল (১১) নামে একটি মেয়েও একই অভিযোগ করেছে। সে বলেছে, রাতে ঘুমোনোর সময় কেউ তার চুল কেটে নিয়েছে। তার দাদাই প্রথমে দেখতে পায়। কোমলের মা বলেছেন, কীভাবে এই ঘটনা ঘটল সেটা তাঁরা কেউ বুঝতে পারছেন না।
ভাটিন্ডার চৌনসর বস্তি অঞ্চলের স্বপ্না নামের এক মহিলা আবার অভিযোগ করেছেন, শনিবার সকালে তিনি যখন শৌচাগারে যান, তখন হঠাৎই সংজ্ঞা হারান। চেতনা ফেরার পর দেখতে পান, কেউ তাঁর চুল কেটে নিয়েছে।
রহস্যজনকভাবে মহিলাদের চুল কাটার অভিযোগ এবার পঞ্জাবে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2017 10:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -