থেনি (তামিলনাড়ু): তামিলনাড়ুর থেনি জেলার কোন্দালাঙ্গুপ্পম অঞ্চলের জঙ্গলে একটি ঝোপের কাছে ২০টি ময়ূরের মৃতদেহ উদ্ধার হল। কী কারণে একসঙ্গে এতগুলি ময়ূরের মৃত্যু হল, সে বিষয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিক তদন্তে সন্দেহ, চোরাশিকারিরা পালকের লোভে ময়ূরগুলিকে বিষ খাইয়ে মেরেছে। ময়ূরগুলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই তাদের মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় মানুষের দাবি, পুদুচেরি থেকে চোরাশিকারিরা সপ্তাহান্তে তামিলনাড়ুর জঙ্গলে এসে ময়ূর, হরিণ, খরগোশ এবং বিভিন্ন পাখি শিকার করে। বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁয় এইসব পাখি ও প্রাণীগুলির মাংস বিশেষ পদ হিসেবে বিক্রি হয়। সেই কারণেই হয়তো এই ময়ূরগুলিকে হত্যা করা হয়েছে।
বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা অবশ্য এই ঘটনায় স্থানীয় কৃষকদের সন্দেহ করছেন। তাঁদের দাবি, চাষের খেতে ময়ূরের উৎপাত বন্ধ করার জন্য বিষ মেশানো চিনাবাদাম ছড়িয়ে দেওয়া হয়। সেই বাদাম খেয়েই ময়ূরগুলির মৃত্যু হতে পারে।
তামিলনাড়ুর বন বিভাগ ও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ, তামিলনাড়ু চোরাশিকার বন্ধ করার উদ্যোগ নিলেও, পুদুচেরির বন বিভাগ নিষ্ক্রিয়। রাজনৈতিক যোগ থাকায় চোরাশিকারিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। পুদুচেরিতে ময়ূরের পালক দিয়ে তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র বিক্রি হয়। সেটা বন্ধ করার জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
তামিলনাড়ুর জঙ্গলে ২০টি ময়ূরের রহস্যমৃত্যু
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2017 07:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -