গতকাল সন্ধ্যায় আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেন নীতীশ। এরপরেই বিজেপি-র সঙ্গে নতুন করে জোট বেঁধে আজ ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই জেডিইউ নেতা। ২০১৩ সালে এনডিএ-র প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণার পরেই বিজেপি-র সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছাড়েন নীতীশ। কিন্তু তিনি ফের বিজেপি-র হাত ধরায় কটাক্ষ করেছেন অখিলেশ। ‘না না করকে পেয়ার...,’ নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তনকে কটাক্ষ অখিলেশের
Web Desk, ABP Ananda | 27 Jul 2017 06:36 PM (IST)
লখনউ: একটি হিন্দি ছবির গানের কলি উল্লেখ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ফের বিজেপি-র সঙ্গে জোট বাঁধাকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ১৯৬৫ সালের ছবি ‘জব জব ফুল খিলে’-র একটি জনপ্রিয় গানের কথা উল্লেখ করে ট্যুইটারে অখিলেশ লিখেছেন, ‘না না করকে পেয়ার তুম হি সে কর ব্যায়ঠে, করনা থা ইনকার মগর ইকরার তুম হি সে কর ব্যায়ঠে। আজকের বিহার।’