লখনউ: একটি হিন্দি ছবির গানের কলি উল্লেখ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ফের বিজেপি-র সঙ্গে জোট বাঁধাকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ১৯৬৫ সালের ছবি ‘জব জব ফুল খিলে’-র একটি জনপ্রিয় গানের কথা উল্লেখ করে ট্যুইটারে অখিলেশ লিখেছেন, ‘না না করকে পেয়ার তুম হি সে কর ব্যায়ঠে, করনা থা ইনকার মগর ইকরার তুম হি সে কর ব্যায়ঠে। আজকের বিহার।’


গতকাল সন্ধ্যায় আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেন নীতীশ। এরপরেই বিজেপি-র সঙ্গে নতুন করে জোট বেঁধে আজ ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই জেডিইউ নেতা। ২০১৩ সালে এনডিএ-র প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণার পরেই বিজেপি-র সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছাড়েন নীতীশ। কিন্তু তিনি ফের বিজেপি-র হাত ধরায় কটাক্ষ করেছেন অখিলেশ।