গতকাল সন্ধ্যায় আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেন নীতীশ। এরপরেই বিজেপি-র সঙ্গে নতুন করে জোট বেঁধে আজ ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই জেডিইউ নেতা। ২০১৩ সালে এনডিএ-র প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণার পরেই বিজেপি-র সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছাড়েন নীতীশ। কিন্তু তিনি ফের বিজেপি-র হাত ধরায় কটাক্ষ করেছেন অখিলেশ।