পাতিয়ালা: নাভা জেল ভেঙে ৫ বন্দি পালানোর ঘটনায় ডিজি (কারা)কে সাসপেন্ড করল পঞ্জাব সরকার। ২জন বরিষ্ঠ জেল আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জেল পালানোর ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্র।
রবিবার পঞ্জাবের হাই সিকিউরিটি নাভা জেল থেকে খালিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান হরমিন্দর মিন্টু সহ ৫ কয়েদি চম্পট দেয়। একদল যুবক পুলিশের পোশাক পরে জেলে ঢুকে গুলি ছুঁড়তে ছুঁড়তে নিয়ে পালায় তাদের। বিরোধী দল কংগ্রেস এই ঘটনা ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার প্রমাণ’ হিসেবে অভিহিত করেছে। এর ফলে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে সন্ত্রাসবাদ ফিরে আসতে পারে বলে তাদের আশঙ্কা।
এই ঘটনার পর পঞ্জাব ও হরিয়ানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাহারা বাড়ানো হয়েছে রেল স্টেশন, বিমানবন্দর, আন্তঃরাজ্য বাস টার্মিনাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, জেল পালানো কয়েদিদের সন্ধানে পুরোদমে তল্লাশি শুরু করেছে পুলিশ, এ জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিজিপি পদমর্যাদার এক অফিসারের অধীনে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। এরা দেখবে, জেল পালানোর ঘটনায় কারও গাফিলতি বা ষড়যন্ত্র আছে কিনা। ৩দিনের মধ্যে এরা রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে। পলাতক বন্দিদের ওপর খবর দিতে পারলে ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার।
জেল পালানো কয়েদিদের ধরার চেষ্টায় পুলিশি কড়াকড়ির বলি হয়েছেন এক মহিলা। পাতিয়ালা-গুলহা-চিকা রোডে একটি গাড়ি তল্লাশি ভেঙে পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। তিনি ওই গাড়ির মধ্যে না থাকায় পুলিশ নিশ্চিত নয়, মহিলা অন্য কোনও গাড়ির যাত্রী ছিলেন, নাকি সাধারণ পথচারী ছিলেন।
নাভা জেল কাণ্ড: বন্দি পালানোর ঘটনায় সাসপেন্ড ডিজি (কারা), রিপোর্ট চাইল কেন্দ্র
ABP Ananda, Web Desk
Updated at:
27 Nov 2016 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -