নাভা জেল কাণ্ড: দিল্লি থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি হরমিন্দর সিংহ মিন্টু
ABP Ananda, Web Desk | 28 Nov 2016 09:18 AM (IST)
নয়াদিল্লি: জেল ভেঙে পালানোর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার হল খালিস্তান লিবারেশন ফোর্সের জঙ্গি নেতা হরমিন্দর সিংহ মিন্টু। দিল্লি পুলিশ সোমবার সকালে দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে তাকে। তবে জেল ভেঙে পালানো বাকি ৫ আসামী এখনও ফেরার। পঞ্জাব পুলিশের তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে কুখ্যাত এই সন্ত্রাসবাদীকে। পঞ্জাব পুলিশের একটি দল মিন্টুকে নিয়ে আসার জন্য দিল্লি রওনা হচ্ছে। রবিবার সকালে জনাকয়েক সশস্ত্র যুবক পুলিশের ছদ্মবেশে পঞ্জাবের নাভা জেলে ঢুকে মিন্টু সহ ৬ দাগী অপরাধীকে নিয়ে জেল থেকে চম্পট দেয়। বিকেলে উত্তরপ্রদেশের শামলিতে গ্রেফতার হয় জেল ভাঙা কাণ্ডে অন্যতম অভিযুক্ত পারমিন্দর সিংহ ওরফে পেন্ডা। জেল থেকে অপরাধী পালানোয় সাহায্য করা সশস্ত্র যুবকদের মধ্যে সেও ছিল বলে অভিযোগ করে পুলিশ। প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার হয় তার কাছ থেকে।