কোহিমা: নাগাদের বৈশিষ্ট্য কুকুরের মাংস ভোজন বন্ধ করতে চলেছে নাগাল্যান্ড সরকার। পুরসভাগুলিকে এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত না নিলেও মুখ্য সচিব যে নির্দেশ জারি করেছেন, তাতে দেখা যাচ্ছে, পুরসভাগুলিকে বলা হয়েছে, প্রাণীদের যত্ন করতে হবে, মেরে ফেলা বা মাংস খাওয়ার জন্য কুকুরদের আর ধরা যাবে না।
জ্যান্ত কুকুর ও কুকুরের মাংস বিক্রি বন্ধের জন্য বাজারগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। কুকুরের মাংস নাগাল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় সুখাদ্য বলে পরিচিত। এক কেজি কুকুরের মাংস ৩০০ টাকার বেশি দর পায় এখানে। ডিমাপুর সহ রাজ্যের বহু হোটেলে পরিবেশন করা হয় এই মাংস। অন্যান্য রাজ্য থেকেও কুকুর আমদানি করা হয় নাগাল্যান্ডে। মনে করা হয়, এই মাংসের নানারকম ওষধি গুণ রয়েছে, পুষ্টিও যথেষ্ট।
কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে নাগাল্যান্ড
ABP Ananda, web desk
Updated at:
11 Jul 2016 07:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -