নাগাল্যান্ড: গুলির লড়াইয়ে মৃত তিন জঙ্গি, নিহত এক সেনা অফিসার
ABP Ananda, web desk | 07 Jun 2017 10:49 AM (IST)
ফাইল ছবি
কোহিমা: নাগাল্যান্ডে সেনা-জঙ্গি সংঘর্ষ। মৃত ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের ৩ জঙ্গি। নিহত অসম রাইফেলসের এক জওয়ান। আহত আরও ৩ জওয়ান। গতকাল রাতে মন জেলার লাপ্পায় টহলদারির সময় একটি গাড়িকে আটকান অসম রাইফেলসের জওয়ানরা। তখনই গাড়ির আরোহীরা সেনাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। মৃত্যু হয় মেজর পদমর্যাদার এক অফিসারের। আহত হন তিন সেনা জওয়ান। এরপরই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় তিন জঙ্গির। বেশ কয়েকঘন্টা গুলির লড়াই চলে। পরে মৃত তিন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন।