নাগপুরে বজরঙ দলের বিক্ষোভের মুখে কানহাইয়া, গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2016 06:56 AM (IST)
নাগপুর: নাগপুরে বজরঙ দলের বিক্ষোভের মুখে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। বাবা সাহেব অম্বেডকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আজ নাগপুরে আসেন কানহাইয়া। নাগপুর বিমানবন্দরের বাইরে আসতেই বজরঙ দলের কর্মীসমর্থকরা স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, বিক্ষোভকারীরা কানহাইয়ার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে হায়দরাবাদে একটি অনুষ্ঠানে কানহাইয়াকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছিল।