মুম্বই: নাগরোটার জঙ্গি হামলায় ৭ সেনার মৃত্যুতে শোকসন্তপ্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
নিজের ভাবাবেগের কথা টুইটারে প্রকাশ করেন ৭৩ বছরের অভিনেতা। লেখেন, সীমান্তে সেনা অফিসার ও জওয়ানদের মৃত্যু এতটাই বেদনাদায়ক যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই অপূরণীয় ক্ষতির জন্য তিনি নীরব প্রার্থনা করছেন বলেও জানান তিনি।
https://twitter.com/SrBachchan/status/803697654811213824
মঙ্গলবার জম্মুর নাগরোটায় সেনাবাহিনীর সিক্সটিনথ কোরের ক্যাম্পে জঙ্গি হামলায় মারা যান ৭ জন সেনা। নিহতদের মধ্যে ২ জন মেজর পদমর্যাদার অফিসার। গুলিযুদ্ধে নিকেশ করা হয় তিন হামলাকারীকে।
অন্য একটি ঘটনায় ওদিনই ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত নিকটবর্তী জম্মুর সাম্বার রামগড়ে বিএসএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় আরও তিন জঙ্গি। এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর এক ডিআইজি পদমর্যাদা অফিসার সহ পাঁচ বিএসএফ জওয়ান আহত হন।