নয়াদিল্লি: কক্ষে শোকবার্তা পাঠ চলাকালীন সাংসদদের কথা না বলার আহ্বান জানালেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।


মঙ্গলবার রাজ্যসভায় প্রাক্তন সদস্যের মৃত্যুর শোকবার্তা পাঠ শেষ হওয়ার পর বেঙ্কাইয়া জানান, যখন তিন শোকবার্তা পাঠ করছিলেন, তিনি নজর করেন যে, সেই সময় কয়েকজন সাংসদ নিজেদের মধ্যে কথা বলছেন। সাংসদদের তিনি এধরনের আচরণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। বলেন, এতে ভুল বার্তা প্রকাশ পায়।


প্রসঙ্গত, এদিন রাজ্যসভার প্রাক্তন সদস্য আর মর্গাবান্দুর মৃত্যুর শোকবার্তা পাঠ করা হয় সংসদের উচ্চকক্ষে। গত ২৮ জানুয়ারি ৮৩ বছর বয়সে মারা যান মর্গাবান্দু। পেশায় আইনজীবী মর্গাবান্দু ১৯৯৫ সালের জুলাই থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত তিনি তামিলনাড়ু থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন।


এদিন শোকজ্ঞাপন করতে গিয়ে নাইডু বলেন, মর্গাবান্দুর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সাংসদ ও আইনজীবীকে হারাল। মর্গাবান্দুর স্মরণে সংসদে এদিন এক-মিনিটের নীরবতাও পালন করা হয়।