প্রশ্ন করে উত্তরের সময় গরহাজির থাকা সাংসদদের সতর্ক করলেন রাজ্যসভার চেয়ারম্যান
Web Desk, ABP Ananda | 20 Jul 2018 07:27 PM (IST)
নয়াদিল্লি: অনেক সাংসদই প্রশ্ন করেন, কিন্তু যখন সেই প্রশ্নের জবাব দেওয়া হয় তখন তাঁরা সংসদে হাজির থাকেন না। আজ সেই সাংসদদের সতর্ক করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘এটা খারাপ প্রবণতা। আপনারা প্রশ্ন করেন এবং জবাব দেওয়ার সময় হাজির থাকেন না। তথ্য পাওয়ার জন্য অনেক সময়, শ্রম ও সম্পদ ব্যবহার করতে হয়। এটা অনন্তকাল ধরে চলতে পারে না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আশা করি এবার থেকে যে সাংসদরা প্রশ্ন করবেন, তাঁরা জবাব দেওয়ার সময় হাজির থাকবেন।’ শিবসেনা সাংসদ রাজকুমার ধূত একটি প্রশ্ন করেছিলেন। কিন্তু কৃষিমন্ত্রী রাধমোহন সিংহ যখন জবাব দিতে যাচ্ছিলেন, তখন রাজ্যসভায় হাজির ছিলেন না রাজকুমার। সেই কারণেই সাংসদদের সতর্ক করে দেন বেঙ্কাইয়া।