নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে এনডিএ প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন বেঙ্কাইয়া নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণীর মতো প্রবীণ নেতার উপস্থিতিতে ৫ আগস্টের নির্বাচনের মনোনয়ন জমা দিয়ে সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতির সীমারেখা পেরিয়ে বিরোধী শিবিরকে বার্তা দিয়ে বলেন, এখন থেকে তিনি আর বিজেপির কেউ নন।
উপরাষ্ট্রপতি নির্বাচিত হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে জোরদার করার আশ্বাসও দেন তিনি। বলেন, আমি এখন কোনও দলের নই, সব দলের ঊর্ধ্বে।
মনোনয়ন পেশের সময় এআইএডিএমকে, টিআরএসের মতো এনডিএ-র বাইরের দলের প্রতিনিধিরাও ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বেঙ্কাইয়া উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে খুব একটা আগ্রহী ছিলেন না বলে যে খবর ছড়িয়েছে, তাকে আমল দিতে চাননি। তিনি বলেন, এনডিএ যে তাঁকে প্রার্থী বাছাই করেছে, এটা বরং তাঁর কাছে সম্মানের ব্যাপার। তিনি নির্বাচিত হলে উপরাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করবেন। তিনি মন্ত্রী থাকতেই চেয়েছিলেন বলে কিছু লোক যে প্রচার করছে, তা ভিত্তিহীন।
তিনি এও বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন দেখতে চেয়েছিলেন, ইচ্ছা ছিল, তারপর তিনি সমাজসেবায় সামিল হবেন, কিন্তু 'ভাগ্যে বোধহয় অন্য কিছু লেখা রয়েছে'।
বেঙ্কাইয়া জানান, অল্প বয়সে মা-কে হারানোর পর যে দল তাঁকে মাতৃস্নেহে রক্ষা করেছে, তাকে ছেড়ে যাওয়া বেদনার। দল ও মানুষের মাঝখানে কাজ করে তিনি আনন্দ পেয়েছেন বলে জানান বেঙ্কাইয়া।
তিনি এখন কোনও দলের নন, উপরাষ্ট্রপতি পদের মনোনয়ন পেশ করে বললেন বেঙ্কাইয়া
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2017 09:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -