নয়াদিল্লি: প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’-র অভিযোগ তোলার জন্য বৃহস্পতিবার রাহুল গাঁধীকে তুলোধনা করলেন বেঙ্কাইয়া নাইডু।


এদিন নাম না করে কংগ্রেস সহ-সভাপতিকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গরিবদের উন্নয়নের স্বার্থে নেওয়া মোদীর বিভিন্ন পদক্ষেপের ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।


ওই মুষ্ঠিমেয়রা বুঝতে পারছেন, সাধারণ মানুষ তাঁদের থেকে দূরে সরে যাচ্ছেন। তাই, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অ্যাজেন্ডা থেকে লোকের মনযোগ সরানোর জন্য ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলছেন।


গতকাল গুজরাতের মেহসেনায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল অভিযোগ করেন, সেরাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সহারা ও বিড়লাদের থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন মোদী।


কংগ্রেস সহ-সভাপতির এই অভিযোগকে ‘ভিত্তিহীন, লজ্জাজনক ও কুরুচিকর’ বলে পত্রপাঠ খারিজ করে বিজেপি। এদিন নাইডু বলেন, ২০১৩ সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। তারা কী করছিল? তারা কি ঘুমোচ্ছিল?, প্রশ্ন নাইডুর।


কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা দাবি, এখন তারা (কংগ্রেস) দৃষ্টি ঘোরনোর চেষ্টা করে প্রধানমন্ত্রীকে অপ্রয়োজনীয় বিতর্কে টানছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সার্বিক উন্নয়নের যে জোয়ার এসেছে তাকে ভিত্তিহীন এবং বিভ্রান্তকর অভিযোগরে মধ্য দিয়ে বিপথে চালিত করার চেষ্টা চালাচ্ছে তারা।


বেঙ্কাইয়ার দাবি, আগের সরকার গরিবদের উন্নয়নে শুধুমাত্র মুখেই বলে গিয়েছে। কিন্তু বর্তমান সরকার কাজে করে দেখাচ্ছে। আর তাতে কিছু সংখ্যক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, তাঁরা বুঝতে পারছেন, গরিব মানুষ তাঁদের থেকে দূরে সরে যাচ্ছে। ফলে, অধৈর্য্য হয়ে তাঁরা এই সব মন্তব্য করছেন।


নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ উল্লেখ করে তার জোরালো সওয়াল করে বেঙ্কাইয়া বলেন, দুর্নীতিগ্রস্তদের একেবারে গোড়ায় আঘাত করেছেন মোদী। তাঁর আরও দাবি, নোট বাতিলের পর এই অভিযোগ উঠেছে। ফলে, বোঝাই যাচ্ছে, আসল উদ্দশ্য কী।


নাইডু বলেন, নোট বাতিলের ফলে সামন্তরাল অর্থনীতি, কালো টাকা, জাল নোটের ব্যবাহার থেকে শুরু করে মাদক, শিশু ও মহিলা পাচারের মত অপরাধের ওপর বড় হামলা করা হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে পাকিস্তান এদেশে জালনোট পাচার করছে। নোট বাতিলের ফলে, তা বন্ধ হয়েছে বলেও দাবি করেন বেঙ্কাইয়া।


শেষে নাইডু মনে করিয়ে দেন, বিরোধীরা যাই বলুক না কেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে পিছিয়ে আসবে না মোদী সরকার। তিনি বলেন, এটা সঠিক দিশায় একটা ছোট্ট পদক্ষেপ মাত্র।