নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, বীরেন্দ্র সিংহ, নির্মলা সীতারামণ, পীযূষ গয়াল এবং মুখতার আব্বাস নাকভি সহ মোট ১২ জনকে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনীত করল বিজেপি।
আগামী ১১ জুন হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। দ্বিবার্ষিক এই নির্বাচন-পর্বের জন্য বিজেপির তরফে মোট ১২ জনকে মনোনীত করেছে। পাঁচ মন্ত্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন দলের দুই সহ-সভাপতি- যথাক্রমে রাজস্থানের ওম প্রকাশ মাথুর এবং গুজরাতের পুরুষোত্তম রূপালা।
রয়েছেন বিহার বিজেপির প্রাক্তন সভাপতি গোপাল নারায়ণ সিংহ। জল্পনা ছিল, এই আসনের দাবিদার হতে পারেন সুশীল কুমার মোদী। যদিও, শেষ পর্যন্ত গোপাল নারায়ণকেই মনোনীত করা হয় দলের তরফে।
পাশাপাশি, তালিকায় রয়েছেন রাজস্থান থেকে হর্ষবর্ধণ সিংহ এবং রামকুমার বর্মা, মধ্যপ্রদেশ থেকে অনিল মাধব দাভে এবং ছত্তিশগড় থেকে রামবিচার নেতাম।
মনোনয়ণ পেশ করার শেষ তারিখ হল ৩১ মে। ফলে, আশা করা যায়, সোমবারও আরও কয়েকটি নাম প্রকাশ করা হবে দলের তরফে।
দলীয় সূত্রে খবর, রেলমন্ত্রী সুরেশ প্রভুর মেয়াদ শেষ হচ্ছে। তাঁকে পুনর্মনোনীত করার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, দলের জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং সহ-সভাপতি বিনয় সহস্রবুদ্ধেকেও মনোনীত করা হতে পারে।
প্রখ্যাত সাংবাদিক এম জে আকবরের মেয়াদও শেষ হচ্ছে।
তথ্যাভিজ্ঞ মহলের ধারণা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থান ও হরিয়ানায় এখন বিজেপি-শাসিত। ফলে, রাজ্যসভায় অন্তত ১৮-১৯ আসন জিততে পারে গেরুয়া শিবির।
রাজ্যসভা নির্বাচন: ভেঙ্কাইয়া, নাকভি সহ ১২ জনকে মনোনীত করল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2016 02:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -