অন্যত্র চক্রান্ত করুন, কলকাঠি নাড়ুন, অন্ধ্রে নয়! মোদী, শাহকে হুঁশিয়ারি চন্দ্রবাবুর
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2018 09:41 PM (IST)
অমরাবতী: বিজেপি তাঁর রাজনৈতিক বিরোধীদের ব্যবহার করে ধারাবাহিক ভাবে অন্ধ্রপ্রদেশকে অস্থির করে তুলতে চাইছে বলে অভিযোগ করলেন চন্দ্রবাবু নাইডু। শনিবার সপ্তাহব্যাপী নবনির্মাণ দীক্ষা কর্মসূচি উপলক্ষ্যে জনসভায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, ওরা অভিনেতা পবন কল্যাণ, ওয়াই এস আর সভাপতি ওয়াই এস জগনমোহন রেড্ডি, টিটিডি-র প্রাক্তন প্রধান ধর্মগুরু এ ভি রামান্না দিক্ষিতুলু ও অন্যদের এই বিরাট ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আমরা তেলুগুরা এটা সহ্য করব না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে এজন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তাঁদের চ্যালেঞ্জ করে চন্দ্রবাবু বলেন, অন্যত্র চক্রান্ত করুন, কলকাঠি নাড়ুন। অন্য রাজ্যে পরীক্ষা নিরীক্ষা করুন। তেলুগুদের খোঁচালে তাঁরা কিন্তু আপনাদের ছাড়বে না। মোদীকে তোপ দেগে চন্দ্রবাবু আরও দাবি করেন, বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরাতে পারেননি উনি, প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়ার প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি। পাশাপাশি তিনি বলেন, নোট বাতিল ও জিএসটি দেশের অর্থব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ার মুখে, দেশবাসী তার ওপর ভরসা হারিয়েছে। এটা অত্যন্ত বেদনার।
নয়া কর ব্যবস্থাও আমআদমিকে হেনস্থা করার হাতিয়ারে পরিণত হয়েছে বলে অভিযোগ করে চন্দ্রবাবু বলেন, ইডলির ওপরও ট্যাক্স দিতে হবে। এটা অত্যাচার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -