মুম্বই: জঙ্গি কার্যকলাপের সমর্থনে বক্তব্য রেখে কুখ্যাত হয়ে ওঠা জাকির নায়েকের অ্যাকাউন্টে বিদেশ থেকে ৬০ কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা নিজের পরিবারের নানা সদস্যের অ্যাকাউন্টে জমা করেছে সে। জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ আরও বলেছে, চারটে ভুয়ো কোম্পানিও খোলে এই জাকির, সেগুলোর মাথায় রয়েছে তারই আত্মীয়রা।


ইকনমিক অফেন্স উইংয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই ভুয়ো সংস্থাগুলি খোলার পিছনে জাকিরের উদ্দেশ্য খতিয়ে দেখছেন তাঁরা। এগুলির মাধ্যমে টাকাকড়ি এক জায়গায় জড়ো করা হত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। বিদেশ থেকে জাকিরের নামে টাকা জমা পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের আওতায়। তবে ঠিক কোন সময়ে বিতর্কিত ওই ধর্মগুরুর অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসে বা কোন বছরে ভুয়ো সংস্থাগুলি সে গড়ে তোলে, সে ব্যাপারে মুখ খুলতে সরকারি কর্তারা রাজি হননি।

ঢাকায় বেকারি হামলায় জড়িত জঙ্গিরা জাকিরের বক্তৃতায় প্রভাবিত হয় বলে যে খবর, তার সত্যতা নিয়ে তদন্ত করতে মুম্বই পুলিশকে নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার। বলা হয়, মুসলিম ওই ধর্মগুরুর অনলাইনে যে বক্তৃতাগুলি রয়েছে, সেগুলি উসকানিমূলক কিনা খতিয়ে দেখতে। সেই রিপোর্ট মঙ্গলবারই রাজ্য সরকারকে দিয়েছে মুম্বই পুলিশ।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, পুলিশ মনে করছে, জাকিরের জঙ্গি যোগ রয়েছে। রিপোর্টটি খতিয়ে দেখার পর তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। জাকির এই মুহূর্তে মধ্য প্রাচ্যে। তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকে আর দেশে ফেরেনি সে। তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।