নয়াদিল্লি: প্রতিবাদ মিছিল চলাকালীন আটক করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের মা ও বোনকে। গত ২৩ দিন ধরে নিখোঁজ নাজিব। তাঁকে খোঁজার ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের বের করে জেএনইউ ছাত্ররা। সেই মিছিলে উপস্থিত ছিলেন নাজিবের মা এবং বোনও। কিন্তু মাঝরাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নাজিবের মা ফতিমা নাফিসকেও জোর করে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। আটক করা হয় তাঁকে এবং তাঁর মেয়ে সাদাফকে। পরে যদিও ছেড়েও দেওয়া হয়। খবর পেয়ে থানায় যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

কেজরীবাল জানিয়েছেন, তিনি যাওয়ার আগেই ছেড়ে দেওয়া হয় নাজিবের মা, বোনকে। পুলিশ তাঁকে জানায়, নজিবের মাকে পুলিশের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

জওহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস' ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শতরূপা চক্রবর্তী বলেন, দিল্লি পুলিশ নির্লজ্জ। নাজিবকে খুঁজে দিতে ব্যর্থ হয়েছে তারা। এদিকে নাজিবের মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। তাঁকে মারধর করে পুলিশ ভ্যানে তোলা হয়। আটক করা হয় নাজিবের বোনকেও। যদিও নাজিবের পরিবারকে হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ।

এই ঘটনার আগে আজই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে নিখোঁজ ছাত্র নাজিবের বিষয়ে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরীবাল জানিয়েছেন, রাষ্ট্রপতি এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রক এবং জেএনইউ প্রশাসনের কাছে রিপোর্ট তলব করবেন বলে জানিয়েছেন। জেএনইউ ক্যাম্পাসে যে অশান্তির পরিবেশ নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন কেজরীবাল। নাজিবের মা, বোনকে আটক করার ঘটনার তীব্র নিন্দা করেছেন কেজরীবাল।

বছর ২৭-এর নাজিব উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। জেএনইউতে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। গত ১৫ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিযোগ, ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলার পর থেকেই নিখোঁজ নজিব।