নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফের রদবদল। মন্ত্রক পরিবর্তন হল বাবুল সুপ্রিয়র। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক থেকে এবার তিনি ভারী শিল্পের প্রতিমন্ত্রীর দায়িত্বে। জিএম সিদ্দেশ্বরের জায়গায় আনা হল বাবুলকে। সিদ্দেশ্বরের পাশাপাশি আজ মন্ত্রিত্ব গিয়েছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নাজমা হেফতুল্লারও। ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন মুখতার আব্বাস নাকভি। তাঁকে মন্ত্রকের স্বাধীন দায়িত্ব দেওয়া হল। নাজমা হেফতুল্লা এবং সিদ্দেশ্বরা দু’জনেই এদিন ইস্তফা দেন।
গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সময় থেকেই জোর জল্পনা ছিল যে, ৭৫ পেরিয়া যাওয়া হেপতুল্লা এবং কালরাজ মিশ্রকে হয়ত ইস্তফা দিতে হতে পারে। কারণ, প্রধাননম্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় মন্ত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা ৭৫ রেখেছেন বলে কেন্দ্রীয় সূত্রে খবর।
সেই একই কারণেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর জোশীকে মন্ত্রিসভার বাইরে রেখে ‘মার্গদরশক’ হিসেবে রাখা হয়েছে।
যদিও, ৭৫ পার করলেও, হেপতুল্লার মতো এখনই চলে যেতে হচ্ছে না মিশ্রকে। কেন্দ্রীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখেই সম্ভবত আপাতত মিশ্রকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, গত ৫ তারিখের হওয়া রদমদলে মন্ত্রিত্ব হারান ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিএম সিদ্দেশ্বর। সেদিনই তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছিল। কিন্তু, ওইদিনই তাঁর জন্মদিন হওয়ায় তিনি কয়েকদিন সময় চেয়েছিলেন। এদিন রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন কর্নাটকের লোকসভা সাংসদ।
তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তাঁকে সেই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে।
ইস্তফা নাজমা- সিদ্দেশ্বরের, ভারী শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে বাবুল সুপ্রিয়
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2016 04:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -