নয়াদিল্লি: ধরা পড়ল কুখ্যাত নমস্তে গ্যাং। এই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
নমস্তে গ্যাংয়ের বৈশিষ্ট্য ছিল, কহানির বব বিশ্বাসের স্টাইলে হাতজোড় করে নমস্কার করার পরেই এরা লুঠপাট চালাত।
পুলিশ জানিয়েছে, স্কুটারে করে টহল দিত এই গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করত সোনার গয়না পরা একা গাড়ি চালককে।
প্রথমে একজন স্কুটার চালক ওই গাড়ির পাশাপাশি চলা শুরু করত, গাড়ি চালক তাকালে তাঁকে হেসে হাতজোড় করে নমস্কার জানাত। গাড়ি চালক ভাবতেন, তাঁর সঙ্গে ওই ব্যক্তির আগে আলাপ হয়েছিল, তাই তিনি গাড়ি থামাতেন। ততক্ষণে গাড়ির অন্যদিকে এসে গিয়েছে আর এক স্কুটার চালক।
যেই গাড়ি চালক জানলার কাচ নামাতেন, তারা গাড়ির দরজা খুলে ফেলত। তারপর বন্দুক দেখিয়ে সর্বস্ব লুঠ করত তাঁর থেকে।
বেশিরভাগ ডাকাতিই ঘটেছে যমুনা নদীর আশপাশের অঞ্চলে।
১৯ তারিখ পুলিশ খবর পায়, নমস্তে গ্যাং জগতপুরী দিয়ে মধু বিহারের দিকে যাবে। ২০ তারিখ বেলা দুটো নাগাদ ফাঁদা হয় ফাঁদ। ওই গ্যাং মেম্বারদের চারটি স্কুটার এলাকায় দেখা গেলে শুরু হয় পুলিশের সঙ্গে গুলি বিনিময়। ধরা পড়ে ৪ সদস্য। অভিযুক্তদের নাম জাভেদ মালিক, ওয়াসিম মালিক, ইকরার আহমেদ ও মহম্মদ শাহিদ। এদের পান্ডা জাভেদ মালিক ওরফে জেডি। তার বিরুদ্ধে ৫১টি ডাকাতি ও জালিয়াতির কেস রয়েছে।
কেমন আছেন, নমস্কার, বলেই বার করত ছোরা, দিল্লিতে ধরা পড়ল নমস্তে গ্যাং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2017 11:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -