মুম্বই: গত মাসেই ভারতীয় বায়ুসেনার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে প্রশ্ন এসেছিল। এতে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন পড়ে গিয়েছিল। এবার মহারাষ্ট্রের একটি স্কুল তো আরও একধাপ এগিয়ে ক্রিকেটার বিরাট কোহলি সম্পর্কে একটা অবান্তর প্রশ্ন রাখল পড়ুয়াদের জন্য। ভিওয়ান্ডির চাচা নেহরু হিন্দি হাইস্কুলের শারীরিক প্রশিক্ষণ (পিটি) পরীক্ষায় নবম শ্রেণীর পড়ুয়াদের কাছে জানতে চাওয়া হল, ভারতের টেস্ট দলের অধিনায়কের গার্লফ্রেন্ডের নাম। মাল্টিপল চয়েসের এই প্রশ্নে উত্তরের বিকল্প হিসেবে রাখা হয় প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা ও দীপিকা পাড়ুকোনের নাম। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩- এ কোহলি ও অনুষ্কার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে দুজনের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। বর্তমানে তাঁদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেই খবর।
গত সেপ্টেম্বরে বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দীপিকা পাড়ুকোনের একটি সিনেমা সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছিল।
এর আগে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নপত্রে তামিল ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’ সম্পর্কে প্রশ্ন এসেছিল।ভেলোর ইন্সস্টিটিউট অফ টেকনোলজি পরীক্ষায় পরীক্ষার্থীদের সিনেমার যুদ্ধের দৃশ্যগুলির ইঞ্জিনিয়ারিং সেট পিসের ডিজাইন করতে বলা হয়েছিল।
বিরাট কোহলির গার্লফ্রেন্ডের নাম কী? প্রশ্ন নবম শ্রেণীর পরীক্ষায়
ABP Ananda, web desk
Updated at:
17 Oct 2016 08:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -