১০ বছর আগেও বলেছি, তখন যা সত্যি ছিল, আজও তাই, তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ ফের খারিজ নানার
Web Desk, ABP Ananda | 08 Oct 2018 05:53 PM (IST)
মুম্বই: সাংবাদিক বৈঠক বাতিল ঘোষণা করেন গতকাল। তবে অল্প কিছু সময়ের জন্য আজ মিডিয়ার প্রতিনিধিদের মুখোমুখি হন নানা পাটেকর। বলিউডের প্রবীণ অভিনেতাকে যৌন হেনস্থার অভিযোগ কাঠগড়ায় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১০ বছর আগে ২০০৮ সালে একটি বিশেষ গান হর্ন ওকে প্লিজ-এর শ্যুটিংয়ের ফাঁকে নানা তাঁকে যৌন হেনস্থা করেন বলে সাম্প্রতিক এক টিভি সাক্ষাত্কারে দাবি করেছেন তনুশ্রী। আজ ফের সেই অভিযোগ ‘মিথ্যা’ বলে উল্লেখ করে খারিজ করেন নানা। সোমবার এখানে নিজের বাসভবনে সংক্ষিপ্ত সময়ের জন্য সাংবাদিকদের দেখা দিয়ে বলেন, ১০ বছর আগেও এটা বলেছি। তখন যা সত্যি ছিল, আজও তাই। আমার উকিলরা মুখ খুলতে বারণ করেছেন। নয়তো কেন আপনাদের সঙ্গে কথা বলব না? মামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। আইনজীবীর পরামর্শ মানতে হবে। আমায় ক্ষমা করুন। ৬৭ বছর বয়সি নানার আইনজীবী এক দশকের পুরানো ঘটনায় তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন তনুশ্রীকে। নানা, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া ও ২০০৮–এর সেই ছবির ডিরেক্টর, প্রোডিউসারের বিরুদ্ধেও মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী।