পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই! ফারুক মাঝেমধ্যেই এমন অযৌক্তিক কথা বলেন: নকভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2017 04:18 PM (IST)
মুম্বই: ২৪ ঘণ্টা আগে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্য করে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। এবার এধরনের মন্তব্যের জন্যে আবদুল্লাকে সরাসরি বিঁধলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। নকভির কথায় দেশের সীমন্তের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এধরনের মন্তব্য করা অযৌক্তিক এবং অবাস্তব। প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাদিহ খাকান আব্বাসি মাত্র ৪৮ ঘণ্টা আগেই স্বাধীন কাশ্মীর নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, এই বিষয়টা ভিত্তিহীন, বাস্তব থেকে অনেক দূরে। সেই বক্তব্যের সমর্থনে গতকালই আবদুল্লা বলেন, স্বাধীন কাশ্মীর বলে কিছু হয় না। পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, তার জন্যে ভারত-পাকিস্তান যত যুদ্ধই করুক না কেন। সেই বক্তবের উল্লেখ করেই নকভি বলেন, তাঁর মতো প্রবীণ একজন নেতার থেকে এধরনের মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের সংবেদনশীল বিষয়ে আরও অনেক সচেতন থেকে প্রতিক্রিয়া দেওয়া উচিত সকলের।