গুগলের মতোই সারা বিশ্বের খবর রাখতেন নারদ, মন্তব্য গুজরাতের মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 30 Apr 2018 10:34 AM (IST)
আমদাবাদ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পর এবার গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ফের মহাভারতের যুগে ইন্টারনেট থাকার তত্ত্ব পেশ করলেন এক বিজেপি নেতা। আরএসএস-এর সহযোগী সংস্থা বিশ্ব সংবাদ কেন্দ্র আয়োজিত দেবর্ষী নারদ জয়ন্তী অনুষ্ঠানে রূপানি বলেছেন, ‘নারদের কাছে সব বিষয়ে তথ্য থাকত। তিনি সারা বিশ্বের খবর রাখতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। মানবজাতির উন্নতির স্বার্থে তথ্য সংগ্রহ করাই তাঁর ধর্ম ছিল। সারা বিশ্বে কোথায় কী হচ্ছে, সেটা জানতেন তিনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেও এটা প্রাসঙ্গিক। গুগলও নারদের মতোই তথ্যের সূত্র।’ বিপ্লব বলেছিলেন, মহাভারতের আমলেও ইন্টারনেট ছিল। তার ফলেই ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন সঞ্জয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে ঠাট্টা-তামাশা শুরু হয়। কিন্তু তারপরেও একই ধরনের মন্তব্য করলেন বিজেপি-র অপর এক মুখ্যমন্ত্রী।