নয়াদিল্লি: নারদকাণ্ডের তদন্ত শুরু। সোমবার, কেরলের কোচিতে গিয়ে, নারদ নিউজের সিইও, ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নারদকাণ্ডে এফআইআর হওয়ার পর, এই প্রথম কাউকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
এ দিন ম্যাথ্যু স্যামুয়েলকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়--




  • ঠিক কবে তিনি স্টিং অপারেশন করেছিলেন?

  • কেন করেছিলেন?

  • এর জন্য কতদিন কলকাতায় ছিলেন?

  • কলকাতায় এসে প্রথমে কার সঙ্গে যোগাযোগ করেন?

  • স্টিং অপারেশনের জন্য কাদের সাহায্য নিয়েছিলেন?

  • ইকবাল আহমেদই কি সব নেতাদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন?

  • স্টিং অপারেশনের জন্য টাকা কোথা থেকে পেয়েছিলেন?

  • ২০১৪ সালে স্টিং অপারেশন করার পর তার ফুটেজ কেন ২০১৬ সালে প্রকাশ্যে আনলেন?

  • স্টিং অপারেশনের কথা কি কাউকে জানিয়েছিলেন?

  • স্টিং অপারেশনের সময় কী বলে টাকা দিয়েছিলেন?

  • এর নেপথ্যে কি অন্য কোনও উদ্দেশ্য ছিল?

  • ফুটেজে যাঁদের দেখা গিয়েছে তাঁদের ছাড়াও কি অন্য কাউকে টাকা দিয়েছিলেন?

  • আর কারও সঙ্গে কি যোগাযোগ করেছিলেন?


সূত্রের খবর, ম্যাথ্যুর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সিবিআই। যা এখনও তিনি দিতে পারেননি।এই প্রেক্ষাপটে, মঙ্গলবার ফের ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সিবিআইয়ের পাশাপাশি নারদকাণ্ডের তদন্ত করছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি।
ইডি সূত্রে খবর, ২০১৪’র লোকসভা ভোটের আগে, স্টিং অপারেশন চালানোর সময়, মধ্য কলকাতার একটি গেস্ট হাউসে ছিলেন ম্যাথ্যু স্যামুয়েল।
সেই গেস্ট হাউসের মালিক বলরাম গোস্বামীকে, সোমবার নিজেদের অফিসে ডেকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়--




  • গেস্ট হাউসে ম্যাথ্যু স্যামুয়েল কত দিন ছিলেন?

  • তিনি কি একাই ছিলেন?

  • ক’টায় ঢুকতেন, ক’টায় বের হতেন?

  • গেস্ট হাউসটি কার নামে বুক করা হয়েছিল?

  • কে বা কারা বুক করেছিলেন?

  • গেস্ট হাউসে কত টাকার বিল হয়েছিল? সেই টাকা কে বা কারা দিয়েছিলেন?

  • গেস্ট হাউসে ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিলেন?

  • সেই সময়কার সিসিটিভি ফুটেজ কি রয়েছে?


ইডি সূত্রে খবর, এই সব প্রশ্নের উত্তরে গেস্ট হাউসের মালিক যা বলেছেন, সেই বয়ান এ দিন রেকর্ড করা হয়েছে। গত মাসে, কোচিতে, ম্যাথ্যু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁর বয়ানের সঙ্গে গেস্ট হাউসের মালিকের বয়ান মিলছে কি না তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রয়োজনে ফের তারা গেস্ট হাউসের মালিককে তলব করতে পারে।