নয়াদিল্লি: হাইকোর্টের নির্দেশের পরদিনই নারদ স্টিং অপারেশনকাণ্ডে নয়া নাটক। আজ প্রথমে দিল্লি বিমানবন্দরে ম্যাথু স্যামুয়েলকে আটক করা হয়। কলকাতা পুলিশের লুক আউট নোটিস নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবীরা। এরপর রাতে কলকাতা পুলিশের বার্তা পেয়ে, নারদ নিউজের সিইও-কে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।


সন্ধেয় আটক হলেন। রাতে আবার ছাড়াও পেয়ে গেলেন! স্টিং অপারেশনকাণ্ডে নারদ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলকে নিয়ে এভাবেই নাটক চলল শনিবার!

শুক্রবার নারদ স্টিংকাণ্ডে কলকাতা পুলিশের তদন্তের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। কিন্তু শনিবার দুবাই থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরের হাতে আটক হন ম্যাথ্যু স্যামুয়েল। তাঁর দাবি, সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে, কলকাতা পুলিশের লুক আউট নোটিস দেখানো হয়।

শুক্রবার নারদ মামলার শুনানিতে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, কোনও সমান্তরাল তদন্ত চলতে পারে না। আমি চাই না, প্রশাসন এই মামলায় কোনও পদক্ষেপ করুক। পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলার পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। সেই সময় পর্যন্ত পুলিশ কোনও তদন্ত করবে না।

হাইকোর্টের এই নির্দেশের পরও ম্যাথ্যু স্যামুয়েলকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর আইনজীবী। হাইকোর্টের নির্দেশ মেনে কেন ম্যাথ্যুর উদ্দেশ্যে জারি করা লুক আউট নোটিস প্রত্যাহার করা হয়নি? লালবাজারে গিয়ে সেই প্রশ্ন তোলেন ম্যাথ্যুর আইনজীবী।

এরপর কলকাতা পুলিশ যুক্তি দেয়, ম্যাথ্যুকে জিজ্ঞাসাবাদের জন্য লুক আউট নোটিস জারি হয় হাইকোর্টের স্থগিতাদেশের আগেই। স্থগিতাদেশের পর ম্যাথ্যুকে আর জিজ্ঞাসাবাদের প্রশ্ন নেই।

রাতে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ জানান, দিল্লি পুলিশকে বলা হচ্ছে ম্যাথু স্যামুয়েলকে ছেড়ে দিতে। লালবাজারের এই বার্তা পেয়ে শেষমেষ নারদ নিউজের সিইও ম্যাথ্যুকে ছেড়ে দেওয়া হয়।