নয়াদিল্লি: উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার পাশে দাঁড়িয়ে নারদকে মহাবিশ্বের প্রথম সাংবাদিক বলে দাবি করলেন আরএসএস নেতা নরেন্দ্র জৈন। তিনি বলেছেন, ‘গোটা মহাবিশ্বের প্রথম সাংবাদিক ছিলেন নারদ। এ বিষয়ে দ্বিতীয় কোনও মত নেই। এটা আমাদের বিশ্বাস। এ বিষয়ে তর্ক নিরর্থক। নারদজি বিশ্বশান্তির জন্য কাজ করতেন। দেবতাদের মতোই দানবরাও তাঁকে শ্রদ্ধা করত। তিনি সবাইকে একত্রিত করে একটি পরিবার গড়ে তোলার চেষ্টা করতেন।’
অন্য এক আরএসএস নেতা বলেছেন, ‘নারদজি অসাধারণ সংবাদদাতা ছিলেন। তিনি সাংবাদিকতার মূল বিষয়টি জানতেন। মহাঋষি অত বছর আগেও সাংবাদিকতার মূল নীতি মেনে চলতেন। সাংবাদিকদের যেমন কাজের প্রয়োজনে সর্বত্র যেতে হয়, সেটাই করতেন তিনি।’
সম্প্রতি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার সূচনা নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। তবে সাংবাদিকতার শুরু মহাভারতের সময় থেকে। হস্তিনাপুরে বসে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতেন সঞ্জয়। এটা সরাসরি সম্প্রচার ছিল না তো কী? আপনাদের গুগল এখন শুরু হয়েছে। তবে আমাদের গুগল অনেক আগেই শুরু হয়েছিল। নারদ মুনি তথ্যভাণ্ডার ছিলেন। তিনি তিনবার নারায়ণ বলে যে কোনও জায়গায় পৌঁছে যেতেন এবং বার্তা আদান-প্রদান করতেন।’
কিছুদিন আগেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও নারদের সঙ্গে গুগলের তুলনা করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং আরও কয়েকজন বিজেপি নেতাও প্রাচীন ভারত নিয়ে নানা মন্তব্য করেছেন। এবার সেই মন্তব্য অনুমোদন করলেন আরএসএস নেতা নরেন্দ্র।
নারদই ছিলেন প্রথম সাংবাদিক, দীনেশ শর্মার পাশে দাঁড়িয়ে দাবি আরএসএস নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 05:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -