নিউ ইয়র্ক: বিশ্বের দশ ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ফোর্বস। দশজনের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে চতুর্থবারের জন্যে শীর্ষে রইলেন পুতিন, দ্বিতীয়স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্বসের তৈরি তালিকায় নবম স্থানে রয়েছেন মোদী। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তির ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে।
ফোর্বস-এর তরফে দাবি করা হয়েছে ১.৩ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারতে এখনও যথেষ্ট জনপ্রিয় রয়েছেন মোদী, তাঁর বিভিন্ন নীতির জন্যে। শুধু ভারতে নয়, নিজেকে বিশ্বব্যাপী নেতার স্তরে সম্প্রতি উন্নীত করেছেন মোদী। এছাড়া বিশ্বের পরিবেশ আন্দোলনের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোদীর।
ফোর্বসের এই তালিকা তৈরির সময় মোদীর সাম্প্রতিকতম নোট বাতিলের সিদ্ধান্তও এক বড় ভূমিকায় পালন করেছে। প্রসঙ্গত, সম্প্রতি দেশকে দুর্নীতিমুক্ত, কালো টাকা ও জাল নোট থেকে মুক্ত করতে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ফোর্বসের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরির ক্ষেত্রে এই সিদ্ধান্তও এক বড় ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে।
ফোর্বসের তালিকার ৪৮ তম স্থানে রয়েছেন বারাক ওবামা। তালিকার ৩৯ তম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি।
বিশ্বের দশ ক্ষমতাশালী ব্যক্তির অন্যতম নরেন্দ্র মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2016 10:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -