ট্যুইটারেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল লিখেছেন, ‘মোদীজি, গতমাসে আপনি মন কি বাত নাটকের সংলাপের ক্ষেত্রে আমার পরামর্শ উপেক্ষা করেছিলেন। আপনার হৃদয় জানে, ভারতীয়রা কী শুনতে চায়। তাহলে কেন পরামর্শ চান? নীরব মোদীর ২২ হাজার কোটি টাকা লুট করে পালিয়ে যাওয়া, ৫৮ হাজার কোটি টাকার রাফালে দুর্নীতির বিষয়ে আপনার কথা শুনতে চায় দেশবাসী। আপনার নৈতিক বক্তব্য শোনার অপেক্ষায় আছি।’
রাফালে চুক্তি নিয়ে রাহুল বেশ কিছুদিন ধরেই সরব। পিএনবি জালিয়াতি নিয়েও কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল। তাঁর অভিযোগ, ক্ষমতাবান ব্যক্তিদের সহায়তাতেই দেশ ছেড়ে পালাতে পেরেছেন নীরব।
এর আগে গত ২৮ জানুয়ারির মন কি বাত-এর বক্তব্যের বিষয়ে দেশবাসীর কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে তখন যুবকদের কর্মসংস্থান, ডোকলাম থেকে চিনের সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া এবং হরিয়ানায় ধর্ষণ বন্ধ করার বিষয়ে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। এবার ফের তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন।