শাস্ত্রী যে ভাবে ধারাভাষ্য দেন তেমনভাবেই ট্যুইটারে তাঁর অভিনন্দন বার্তা
পোস্ট
করেছেন। ‘ট্রেসার বুলেট’ শব্দবন্ধ তিনি প্রায়ই ব্যবহার করেন। এই শব্দবন্ধ শাস্ত্রীর মুখে খুবই জনপ্রিয়। সেই শব্দই তাঁর ট্যুইট বার্তায় পোস্ট করেছেন শাস্ত্রী।
এর জবাবও সরস ভঙ্গিতে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনও ম্যাচের শেষে প্রেজেন্টেশনের সময় শাস্ত্রী প্রায়ই বলে থাকেন, ‘ক্রিকেট ইজ দ্য রিয়েল উইনার’। একটু পরিবর্তন করে এই শব্দবন্ধ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী তাঁর বার্তায়। মোদী লিখেছেন, ‘শেষপর্যন্ত গণতন্ত্রই প্রকৃত জয়ী’।
মোদীর এই জবাব ভাইরাল হয়ে গিয়েছে। ৩০০০ রিট্যুইট ও ৬০০০ লাইক পড়েছে ওই পোস্টে।