পানাজি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে বেশি বিদেশ ঘোরার বিশ্বরেকর্ড করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে চিঠি লিখে এই দাবি করল কংগ্রেস। চিঠিতে তারা লিখেছে, প্রধানমন্ত্রী তাঁর ৪ বছরের শাসনকালে ৪১ বার বিদেশযাত্রা করে বিশ্বরেকর্ড করেছেন, তাঁর এই সাফল্য তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।

চিঠিটি লিখেছেন গোয়া কংগ্রেসের মহাসচিব সংকল্প আমোনকর। ইংল্যান্ডে গিনেস অফিসে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে চিঠিটি। তাতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী দেশীয় পরিকাঠামোর ঠিকমত ব্যবহার করেছেন, ৪ বছরে ৫২টি দেশে ৪১বার সফর করে রেকর্ড করেছেন। এ জন্য ৩৫৫ কোটি টাকা খরচ করেছেন উনি।

[embed]https://twitter.com/INCGoa/status/1017008069874716673?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1017008069874716673&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fnarendra-modi-foreign-visit-congress-sends-pm-name-for-guinness-world-records-910669[/embed]

চিঠিতে লেখা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রধানমন্ত্রী নিজেকে রোল মডেল হিসেবে তুলে ধরেছেন কারণ কোনও প্রধানমন্ত্রী নিজের শাসনকালে এতবার বিদেশ যাননি। পাশাপাশি এই ৪ বছরে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ৬৯.০৩ টাকায় পৌঁছেছে বলেও মন্তব্য করা হয়েছে।