প্রথম শ্রেণিতে এমএ পাশ করেন মোদী, জানাল গুজরাত বিশ্ববিদ্যালয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2016 07:54 AM (IST)
আমদাবাদ: এম এ পাশ তো করেছেনই। পাশ করেছেন ফার্স্ট ক্লাস পেয়ে। অরবিন্দ কেজরিওয়ালের চিঠির ভিত্তিতে গুজরাত বিশ্ববিদ্যালয় যে তথ্য পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করেছেন ৬২.৩% নম্বর পেয়ে। কোনওদিন কলেজের মুখ না দেখলেও স্বশিক্ষিত এই ‘চা ওয়ালা’ রাজনীতিক দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত রাজনীতিকদের ভিড়ে এ ক্ষেত্রেও বিরল ব্যতিক্রম হয়েই রইলেন। প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে জাতীয় তথ্য কমিশনে চিঠি দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার ভিত্তিতে মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য দিতে কমিশন নির্দেশ দেয় দিল্লি ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মোদী বিএ পাশ করেন ও গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে এমএ। এরপরেই গুজরাত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানান, ১৯৮৩-তে এম এ করেছেন মোদী, ৮০০-র মধ্যে তিনি পান ৪৯৯ নম্বর। তবে তিনি পরীক্ষা দিয়েছিলেন বহিরাগত পরীক্ষার্থী হিসেবে। স্কুলের পড়াশোনা শেষ করে বাড়ি ছাড়ার পর বেশ কিছুদিন পড়াশোনা করেননি মোদী। পরে তা শেষ করেন সম্পূর্ণ নিজের চেষ্টায়।