নয়াদিল্লি: ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরেই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁর কয়েকলক্ষ টুইটার ফলোয়ার। এই ক’দিনে প্রধানমন্ত্রী ৩লাখের ওপর ফলোয়ার খুইযেছেন, উল্টোদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ-র কাছাকাছি। টুইটার কাউন্টার বলছে, পাঁচশ, হাজারের নোট বাতিলের পরদিনই ৩,১৩,৩১২ জন ফলোয়ার মোদীকে আনফলো করে দেন। যদিও টুইটারের জনৈক মুখপাত্র জানিয়েছেন, স্প্যাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্যই মোদীর ফলোয়ার সংখ্যা কমেছে, অর্থাৎ এর সঙ্গে নোট বাতিলের সম্পর্ক নেই।

উল্টোদিকে পাল্টা দিয়ে বেড়েছে কেজরীর ফলোয়ার সংখ্যা। একটি সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট মনিটরিং প্ল্যাটফর্ম জানাচ্ছে, ১১ তারিখ কেজরীর ফলোয়ার বেড়েছে ১৬,৩১৯জন। তার আগের দিন ফলোয়ার বাড়ে ১৮,৫৪৩। ৯ তারিখও দিল্লির মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট ফলো করা শুরু করেন ১৫,১৮৯জন।