নয়াদিল্লি:তাঁর সরকার সদ্য ৩ বছর পূর্ণ করেছে। কোনও ওপিনিয়ন পোল বলছে, সরকার ভাল কাজ করেছ, কেউ বলছে, কোথায় কোথায় খামতি রয়েছে। কিন্তু গঠনমূলক সমালোচনা সব সময় স্বাগত জানান তিনি। ৩২তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন।

মোদীর সব কটি মন কি বাত নিয়ে বইও বেরিয়েছে ইতিমধ্যে। নাম মন কি বাত: আ সোশ্যাল রেভলিউশন অন রেডিও। সেই বইপ্রকাশের পর এটিই ছিল তাঁর প্রথম আকাশবাণীর মাধ্যমে জনসাধারণকে সম্বোধন।

গতকালই কাশ্মীরে খতম হয়েছে হিজবুল জঙ্গি সবজার আহমেদ ভাট। তা নিয়ে অবশ্য কিছু বলেননি প্রধানমন্ত্রী। কথা বলেছেন যোগাসন নিয়ে। জানিয়েছেন, ১ জুন থেকে ২১ জুন, বিশ্ব যোগ দিবস পর্যন্ত রোজ টুইটারে যোগ সংক্রান্ত খবরাখবর দেবেন তিনি। জগতের কাছে ভারতের উপহার যোগাভ্যাস বলে মন্তব্য করে মোদী বলেছেন, ২১ জুন যেহেতু তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস তাই তাঁর কাছে প্রস্তাব এসেছে এক পরিবারের তিন প্রজন্মের যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে। তাই সকলের কাছে তাঁর আবেদন, তিন প্রজন্মের একসঙ্গে যোগাভ্যাস করার ছবি তাঁর কাছে যেন পাঠানো হয়।

৫ জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, প্রকৃতি প্রেম আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।

রমজান মাস উপলক্ষ্যে মুসলমান সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

একইসঙ্গে আজ বীর সাভারকরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দ্বীপান্তরে থাকার সময় তাঁর লেখা গ্রন্থগুলি এখনও প্রেরণা দেয়।

আগের মন কি বাতে তিনি বলেছিলেন, ছুটির সময় নিজের গণ্ডী থেকে বেরিয়ে আসুন, নতুন কিছু করুন। তিনি সন্তুষ্ট, তাঁর কথায় কাজ হয়েছে, যুবসমাজ নতুন পথে হাঁটছে, নতুন করে চিনছে নিজের ক্ষমতা। তারা যে তাঁর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে, তাতে তিনি খুশি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।