মোদির এনডিএ সরকারের সিদ্ধান্তে প্রণববাবুকে দেশের সর্বোচ্চ অসামরিক ‘ভারতরত্ন’ খেতাব দিয়ে সম্মান জানানো হয়। গত বছর নাগপুরে আরএসএসের সদর দপ্তরের অনুষ্ঠানেও সংগঠনের প্রধান মোহন ভাগবতের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন প্রণববাবু, ভাষণও দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অতীতেও প্রণববাবুর ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে মোদি।
আজ মোদি তাঁকে বিদগ্ধ বলে সম্মান জানান, তাঁদের সাক্ষাতের ছবি সহ ট্যুইট করেন, প্রণবদার সঙ্গে দেখা করা সবসময়ই এমন এক অভিজ্ঞতা, যা সমৃদ্ধ করে। ওনার জ্ঞান, অন্তর্দৃষ্টির তুলনা হয় না। উনি এক বিদগ্ধ ব্যক্তিত্ব, আমাদের দেশের প্রতি যাঁর অবদান কখনও মুছে যাবে না। আজ আমাদের সাক্ষাতের সময় ওনার আশীর্বাদ চাইলাম।
নিজে হাতে মোদির মুখে মিষ্টি তুলে দেন প্রাক্তন রাষ্ট্রপতি।