নয়াদিল্লি: জমি অধিগ্রহণ বিল নিয়ে এবার যা কিছু করণীয়, তা রাজ্য সরকারই করবে। জমি বিতর্কে রাজ্যের কোর্টে বল ঠেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার একটি সংবাদপত্রে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বলেন, জমি অধিগ্রহণ আইনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের চেষ্টা সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্য সরকারগুলি চাইলে আইনে বদল ঘটাতে পারে।


উল্লেখ্য, জমি অধিগ্রহণ বিল সংসদে পাশ করানোর জন্য উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। কিন্তু কংগ্রেসের বিরোধিতা এবং রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকারের চেষ্টা পূর্ণতা পায়নি।

মোদীর খুব শীঘ্রই আমেরিকা সফরে যাওয়ার কথা। আমেরিকায় বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার ঘিরে সরগরম। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী মন্তব্য সম্পর্ক প্রশ্নের জবাব দেননি মোদী। তিনি বলেন, ভোটের প্রচারের বিতর্কে নিয়ে সরকারের কিছু মন্তব্য করা উচিত নয়।

এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ওই সাক্ষাত্কার গ্রহণ করা হয়। সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী দেশে প্রতিরক্ষা সরঞ্জামের উত্পাদন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব বৃদ্ধির মতো বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি লগ্নি টানার জন্য সরকার বেশ কিছু নয়া পন্থা তৈরি করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি মোকাবিলায় বেশ কিছু কার্যকরী উপায় অবলম্বন করা হয়েছে। একইসঙ্গে মার্কিন সংবাদপত্রটিকে গ্রামীন ভারতের উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।