নয়াদিল্লি: নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী যিনি শাসনকালের প্রথম দুবছরে এত মুসলিম দেশ সফর করেছেন। এর ফলে ভারতের সঙ্গে ওই দেশগুলির সম্পর্কের উন্নতি হবে। জেড্ডা থেকে টেলিফোনে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বললেন বিতর্কিত মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েক। তাঁর বক্তব্য, মোদীর এই সব সফরের ফলে এ দেশেও হিন্দু- মুসলিম সম্পর্কের উন্নতি হবে, আর তা-ই যদি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হয়, তবে তাঁর পাশে রয়েছেন তিনি।
জাকিরের বক্তব্য, হিন্দু ধর্ম বিশ্বে একটি অন্যতম বৃহৎ ধর্ম, ভারতে বহু মুসলিম রয়েছেন। তাই প্রধানমন্ত্রী যদি মুসলিম দেশগুলির দিকে বন্ধুত্বের হাত বাড়ান, তাহলে সবদিকে সুবিধে হবে। দেশে বিনিয়োগ তো আসবেই, এই সব দেশের সাহায্যে ভারত সুপারপাওয়ারও হয়ে উঠতে পারে।
কবে দেশে ফিরছেন জাকির? এই প্রশ্নের অবশ্য তিনি স্পষ্ট জবাব দেননি। শুধু বলেছেন, দেশে ফিরবেন সরকার চাইলেই। বাংলাদেশ নিষিদ্ধ করলেও তিনি চান, ভারতে বড় করে শুরু হোক পিস টিভি। ২০০৫, ‘১০ ও ‘১২-য় সম্প্রচারের অধিকার চেয়ে আবেদন করেন তাঁরা। কিন্তু আগের সরকার বারবার নিরাপত্তাগত কারণ দেখিয়ে তা ফিরিয়ে দেয়। তাঁর আশা, নয়া সরকার পিস টিভি সম্প্রচারে অনুমতি দেবে।
ইসলামিক স্টেটের নিন্দায় অবশ্য কসুর করেননি বিতর্কিত এই মুসলিম ধর্ম প্রচারক। তাঁর দাবি, জিহাদ মানে সমাজের উন্নতির লক্ষ্যে লড়াই করা, পাশাপাশি, আত্মরক্ষাও।কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম জিহাদকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে অ-মুসলিমদের ভয় পাইয়ে দিয়েছে। জাকিরের দাবি, আইএসের কার্যকলাপ মানবতার বিরুদ্ধে অপরাধ। আইএস-কে অ্যান্টি-ইসলাম স্টেট বলে মনে করেন বলেও জাকির দাবি করেছেন।
ঢাকার কাফে হামলায় উঠে আসে জাকিরের নাম। জানা যায়, ওই হামলায় জড়িত জঙ্গিরা জাকিরের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিল। জাকিরের অবশ্য দাবি, এই সব অভিযোগ মিথ্যে। ভারতীয় মিডিয়া ইচ্ছে করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তাঁর অভিযোগ।
মুসলিম দুনিয়ার সঙ্গে সম্পর্ক ভাল করতে চাইলে মোদীর পাশে আছি, বললেন জাকির নায়েক
ABP Ananda, Web Desk
Updated at:
22 Jul 2016 09:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -