তিরুঅনন্তপুরম: আগামীকাল থেকে আর প্রকাশ্যে প্রাকৃতিক কাজকর্ম  সারা যাবে না কেরলে। সিকিম, হিমাচল প্রদেশের পর দেশের মধ্যে খোলা স্থানে মল-মূত্র ত্যাগ মুক্ত রাজ্য (ওডিএফ) ঘোষিত হতে চলেছে বামশাসিত কেরল। এই সাফল্যের জন্য পিনারাই বিজয়নের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে দূষণমুক্ত করার প্রয়াসের জন্য কেরলকে সাধুবাদ জানাতে হবে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছেন তিনি।

মাত্র তিন মাসের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার শৌচাগার নির্মাণ করে কেন্দ্রের খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ বন্ধ করার কর্মসূচির সফল রূপায়ণ করেছে দক্ষিণের এই রাজ্য। আগামীকাল বিকেল চারটেয় এখানকার সেন্ট্রাল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে কেরলকে সরকারি ভাবে প্রকাশ্যে প্রাকৃতিক কাজকর্মমুক্ত রাজ্য তকমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করবেন। রাজ্যের তরফে সেখানে থাকার আমন্ত্রণ পেলেও আসতে পারছেন না মোদী। হাজির থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও শৌচাগার পয়ঃপ্রণালী সংক্রান্ত মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার।

কেরলের ইডুক্কি জেলার এডামালাকুডির প্রথম দলিত পঞ্চায়েতে শৌচাগার তৈরির জন্য সেখানকার পড়ুয়াদের উদ্যোগের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন মোদী। বলেছেন, কেরলকে খোলা স্থানে শৌচকর্মমুক্ত রাজ্য করে তোলায় যুবসমাজের প্রশংসা করতে চাই। এডামালাকুডির মতো আদিবাসী গ্রামেও শৌচাগার তৈরি করেছে এনসিসি জওয়ান, এনএসএস স্বেচ্ছাসেবক, একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা, অথচ সেখানে যেতেই চায় না লোকে। বনজঙ্গলের ভিতর দিয়ে সেখানে পৌঁছতে সারাদিন লেগে যায়। কিন্তু ওই পড়ুয়ারা সেখানে নিজেরাই নির্মাণ সামগ্রী বহন করে নিয়ে গিয়েছেন। কেরল খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্মমুক্ত রাজ্যের তকমা পেল ওঁদের জন্যই।